আনলিমিটেড ফ্রি এসএমএস করুন। Unlimited Free SMS Bombing 2025

আসসালামু আলাইকুম! কেমন আছেন প্রিয় ভাই-বোন এবং আমার প্রাণ প্রিয় বন্ধুগণ আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন সুস্থ্য আছেন।  সুনামবিডিনেট এর আরো একটি নতুন টিউনে আপনাকে স্বাগতম। আজকের টিউনের মূল বিষয় হলো unlimited sms free bomber Bangladesh 2025।  এসএম বোম্বিং এই ট্রিক্সটি ফলো করে আপনারা বাংলাদেশের যে কোনো নাম্বারে (unlimited Free SMS) আনলেমিটেড ফ্রি এসএমএস পাঠাতে পারবেন।

sms bomber কি?

এসএমএস বোম্বিং হচ্ছে এমন একটি হ্যাকিং সিস্টেম যার মাধ্যমে ভিক্টিমকে যত ইচ্ছে তত অর্থাৎ আনলেমিটেড ফ্রি এসএমএস পাঠাতে পারবেন তা ও নিজের নাম্বার গোপন রেখে। আপনি চাইলে আপনার বন্ধু-বান্ধব বা শত্রুর সাথে free sms bomber এর সাহায্যে মজা নিতে পারবেন। এবং তাকে অতিষ্ট করে তুলতে পারবেন। এটা এমন একটি সিষ্টেম সে যদি নাম্বার ও ব্লক মারে মেসেজ না আসার জন্য তবুও এসএসএম যেতে থাকবে কারণ একেক নাম্বার থেকে একেকবার নাম্বার পরিবর্তন হয়ে এসএমএস যেতে থাকবে। সো আশাকরি sms bomber কি? জিনিসটা কি আমি আপনাদের সহজ ভাবে বোঝাতে পেরেছি।

Sms Bomber Apk Download

এই সিস্টেমটা অনেকেই কোড এর মাধ্যমে Termux মাধ্যমে ও করে থাকে যা কিনা নতুনদের জন্য কষ্টকর হয়ে যায়। আর এজন্যই অ্যাপস এর মাধ্যমে খুব সহজ উপয়ে শুধু যার নাম্বারে SMS পাঠাবেন তার নাম্বারটি লিখবেন তারপর SMS এর পরিমাণ লিখে সেন্ড করলেই অটো SMS যেতে শুরু করবে। অ্যাপটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন। আশা করছি ডাউনলোড করতে কোন সমস্যা হবে না। যদি সমস্যা হয় তবে কমেন্ট করে জানাতে পারেন।

Download Sms Bomber Apk - Servers1

Download Sms Bomber Akp - Servers2

কিভাবে Sms Boomb করবেন?

অ্যাপটি ডাউনলোড করে নিন। যদি ডাউনলোড করা হয়ে গেলে নিচের স্টেপগুলো ফলো করুন।

স্টেপ ১ঃ অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে ইন্সটল করে অ্যাপটি ওপেন করে নিন।

স্টেপ ২ঃ অ্যাপটি ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন।

স্টেপ ৩ঃ এবার, বাংলাদেশি কোন নাম্বারে এসএমএস পাঠাতে চাইলে বাংলাদেশ সিলেক্ট করে যার নাম্বারে SMS পাঠাবেন তার মোবাইল নাম্বারের ১১ ডিজিটের নাম্বার দিবেন।

স্টেপ ৪ঃ এবার BOMBIT বাটনে ক্লিক করে Sms Bomb করা শুরু করে দিন।

সতর্কতা

এই টিউনটি শুধু মাত্র আমাদেরকে Sms Bomber শেখানোর জন্য লেখা হয়েছে। আপনি আপনার বন্ধু-বান্ধবদের সাথে মজা করার জন্য এটি ব্যবহার করুন। এর অপব্যবহার করা থেকে বিরত থাকুন। যদি এজন্য আপনি কোন সমস্যায় পড়েন তাহলে সুনামবিডিনেট সাইটের অ্যাডমিন দায়ী থাকবে না।

আশা করছি আপনারা সবাই বোঝতে পেরেছেন। অনেক কষ্ট করে টিউটোরিয়ালটি লিখলাম যদি আপনার কাছে EarningLive.Com সাইটের টপিকটি ভাল লাগে তাহলে আপনার কাছ থেকে সুন্দর একটি কমেন্ট আশাকরছি। যাতে করে পরবর্তী টিউটোরিয়াল লিখতে আরো উৎসাহিত হয়।

আপনাদের সকলের সহযোগিতা আশা করছি। 
….
….
——
যোগাযোগঃ
….
Facebook ID ••••→→মেসেজ করুন
•••
Telegram Group :- EarningLive জয়েন্ট হয়ে যাবেন।
……….
Masud Ahmed

পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন l ভাল লাগলে লাইক দিয়ে কমেন্ট করবেন।

খোদা হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url