হযরত ইমাম মাহ্দী এবং দাজ্জালে আবির্ভাবে কি গঠবে যেনে নিন।

 হযরত ইমাম মাহ্দী এবং দাজ্জালে আবির্ভাবে কি গঠবে যেনে নিন।

হযরত ইমাম মাহ্দী সম্বন্ধে আকীদা সমুহ:

কিয়ামতের ছোট ছোট আলামত প্রকাশিত হওয়ার পর একটা সময় এমন আসবে, যখন কাফেরদের প্রভাব খুব বেশী হবে, চতুরর্দিকে নাসারাদের রাজত্ব কায়েম হবে, দাজ্জালের আবির্ভাব গঠবে। এমন সময় মুসলমানগণ তাদের বাদশা বানানোর জন্য হয়রত ইমাম মাহ্দীকে তালাশ করবেন এবং এক পর্যায়ে  কিছু সংখ্যক নেক লোক মক্কায় বায়তুল্লাহ শরীফে তাওয়াফরত অবস্থায় তাকে পেয়ে তার হাতে বায়আত করে তাঁকে খলীফা নিযুক্ত করবেন। এ সময় তাঁর বয়স হবে ৪০ বৎসর। হযরত ইমাম মাহ্দীর এর নাম হবে মুহাম্মদ। তাঁর পিতার নাম হবে আব্দুল্লাহ।  তিনি হয়রত ফাতেমা (র.)-এর বংশোদ্ভুত অর্থাৎ সাইয়্যেদ বংশীয় হবেন। মদীনা তাঁর জম্মস্থান হবে।তিনি বায়তুল মুকাদ্দাস হিকরত করবেন। তাঁর দৈহিক গঠন ও আখলাক-চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লামের অনুরূপ হবে। তিনি নবী হবেন না, তাঁর উপর ওহীও নাযিল হবেনা। তিনি মুসলমানদের খলিফা হবেন। তার আমলেই হযরত ঈসা (আ.) অবতরণ করবেন। ঈসা (আ.)-এর আগমনের পর তিনি ইন্তেকাল করবেন।

দাজ্জাল সম্বন্ধে আকীদা

দাজ্জাল শব্দের অর্থ প্রতারক, ধোকাবাজ। আল্লাহ তা'আলা শেষ যামানায় লোকদের ঈমান পরিক্ষা করার জন্য একজন লোককে প্রচুর ক্ষমতা প্রদান করবেন। তার এক চোখ কানা আর এক চোখ টেরা থাকবে। চুল হবে কোঁকড়া ও লাল বর্ণের। সে খাটো দেখের অধিকারী হবে। তার কপালে লেখা থাকবে (কাফ, ফা, রা) অর্থাৎ কাফের। সকল মু'মিনই সে লেখা পড়তে পারবে। ইরাক ও শামদেশের মাঝখানে তার অভ্যুস্থান হবে।  আল্লাহ পাক মানুষকে চরমভাবে  পরিক্ষা নেওয়ার জন্য তার হাতে এমন ক্ষমতা দিয়ে দিবেন সে যা বলবে তা-ই হবে। সে একটা ফসলহীন ভূমিকে বলবে তুমি ফসল উৎপাদন করে দাও! সাথে সাথে ফসল গজাবে। মৃতকে পর্যন্ত জীবিত করে দেখাবে, তার সঙ্গে কৃত্রিম বেহেশ্ত-দোযখ থাকবে, কিন্তু প্রকৃতপক্ষে তার বেহেশ্ত হবে দোযখ আর তার দোযখ হবে বেহেশ্ত। সে আরও অনেক অলৌকিক কাণ্ড দেখাতে পারবে, যা দেখে কাঁচা ঈমানের লোকেরা তার দলভুক্ত হয়ে জাহান্নামী হয়ে যাবে। হযরত ইমাম মাহ্দীর সময় তার আবির্ভাব হবে। সে সময় হযরত ঈসা (আ.) আকাশ থেকে অবতরন করবেন এবং তারই দাজ্জাল নিহত হবে। অভ্যুস্তানের পর দাজ্জাল সূূর্বমোট ৪০ দিন দুনিয়াতে থাকবে।
 
আজ এই পর্যন্তই আবারো দেখা হবে হযরত ঈসা (আ.) এর পৃথিবীতে অবতরণ সম্বন্ধে নিয়ে।

আশা করছি আপনারা সবাই বোঝতে পেরেছেন। অনেক কষ্ট করে টিউটোরিয়ালটি লিখলাম যদি আপনার কাছে EarningLive.Com সাইটের টপিকটি ভাল লাগে তাহলে আপনার কাছ থেকে সুন্দর একটি কমেন্ট আশাকরছি। যাতে করে পরবর্তী টিউটোরিয়াল লিখতে আরো উৎসাহিত হয়।

আপনাদের সকলের সহযোগিতা আশা করছি। 
….
….
——
যোগাযোগঃ
….
Facebook ID ••••→→মেসেজ করুন
•••
Telegram Group :- EarningLive জয়েন্ট হয়ে যাবেন।
……….
Masud Ahmed

পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন l ভাল লাগলে লাইক দিয়ে কমেন্ট করবেন।
  

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url