যেনে নিন সকল সিমের প্রযোজনীয় কোড

 

হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশাকরি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালই আছেন সবাই। সো আজকের টিউটোরিয়ালে আপনাদের সাথে আলোচনা করবো, সকল সিমের প্রযোজনীয় কোড গুলো যা আপনার কাজে লাগতে পারে।

আজকের টিউটোরিয়াল কি কি থাকছে যেনে নিন।

Grameenphone Sim

  • গ্রামীন সিমের ব্যালেন্স চেক কিভাবে করবো ?
  • গ্রামীন সিমের নাম্বার চেক কিভাবে করবো ?
  • গ্রামীন সিমের প্যাকেজ চেক কিভাবে করবো ?
  • গ্রামীন সিমের মিনিট চেক কিভাবে করবো ?
  • গ্রামীন সিমের এসএমএস চেক কিভাবে করবো 
  • গ্রামীন সিমের এমএমএস চেক কিভাবে করবো 
  • গ্রামীন সিমের MB চেক কিভাবে করবো ?
  • গ্রামীন সিমের রিকুয়েস্ট কল কিভাবে করবো? 
  • গ্রামীন সিমের ইন্টারনেট সেটিংস কিভাবে করবো ?
  • গ্রামীন সিমের মিসকল এলার্ট  কিভাবে করবো ?
  • গ্রামীন সিমের মিসকল এলার্ট  বন্দ কিভাবে করবো 

Banglalink Sim

  • বাংলালিংক সিমের ব্যালেন্স চেক কিভাবে করবো?
  • বাংলালিংক সিমের নাম্বার চেক কিভাবে করবো ?
  • বাংলালিংক সিমের প্যাকেজ চেক কিভাবে করবো 
  • বাংলালিংক সিমের মিনিট চেক কিভাবে করবো ?
  • বাংলালিংক সিমের এসএমএস চেক।
  • বাংলালিংক সিমের এমএমএস চেক।
  • বাংলালিংক সিমের MB চেক কিভাবে করবো ?
  • বাংলালিংক সিমের রিকুয়েস্ট কল করার নিয়ম
  • বাংলালিংক সিমের ইন্টারনেট সেটিংস করা।
  • বাংলালিংক সিমের মিসকল এলার্ট  চালো করা।
  • বাংলালিংক সিমের মিসকল এলার্ট বন্দ করা।

Robi Sim

  • রবি সিমের ব্যালেন্স চেক কিভাবে করবো ?
  • রবি সিমের নাম্বার চেক কিভাবে করবো ?
  • রবি সিমের প্যাকেজ চেক কিভাবে করবো ?
  • রবি সিমের মিনিট চেক কিভাবে করবো ?
  • রবি সিমের এসএমএস চেক কিভাবে করবো 
  • রবি সিমের এমএমএস চেক কিভাবে করবো 
  • রবি সিমের MB চেক কিভাবে করবো ?
  • রবি সিমের রিকুয়েস্ট কল কিভাবে করবো? 
  • রবি সিমের ইন্টারনেট সেটিংস কিভাবে করবো ?
  • রবি সিমের মিসকল এলার্ট  কিভাবে করবো ?
  • রবি সিমের মিসকল এলার্ট  বন্দ কিভাবে করবো ?

Airtel Sim

  • এয়ারটেল সিমের ব্যালেন্স চেক কিভাবে করবো ?
  • এয়ারটেল সিমের নাম্বার চেক কিভাবে করবো ?
  • এয়ারটেল সিমের প্যাকেজ চেক কিভাবে করবো ?
  • এয়ারটেল সিমের মিনিট চেক কিভাবে করবো ?
  • এয়ারটেল সিমের এসএমএস চেক করা। 
  • এয়ারটেল সিমের এমএমএস চেক করা। 
  • এয়ারটেল সিমের MB চেক কিভাবে করবো ?
  • এয়ারটেল সিমের রিকুয়েস্ট কল কিভাবে করবো? 
  • এয়ারটেল সিমের ইন্টারনেট সেটিংস করা।
  • এয়ারটেল সিমের মিসকল এলার্ট  কিভাবে করবো?
  • এয়ারটেল সিমের মিসকল এলার্ট  বন্দ করা।

Teletalk Sim

  • টেলিটক সিমের ব্যালেন্স চেক কিভাবে করবো ?
  • টেলিটক সিমের নাম্বার চেক কিভাবে করবো ?
  • টেলিটক সিমের প্যাকেজ চেক কিভাবে করবো ?
  • টেলিটক সিমের মিনিট চেক কিভাবে করবো ?
  • টেলিটক সিমের এসএমএস চেক কিভাবে করবো 
  • টেলিটক সিমের এমএমএস চেক কিভাবে করবো 
  • টেলিটক সিমের MB চেক কিভাবে করবো ?
  • টেলিটক সিমের রিকুয়েস্ট কল কিভাবে করবো? 
  • টেলিটক সিমের ইন্টারনেট সেটিংস করা।
  • টেলিটক সিমের মিসকল এলার্ট  কিভাবে করবো?
  • টেলিটক সিমের মিসকল এলার্ট  বন্দ করা।

Grameen সিমের সকল প্রয়োজনীয় কোড সমুহঃ
☞Balance Check : *566#
☞Show SIM Number : *2# 

☞Package Check : *111*7*2#
☞Minute Check : *566*24#or*566*20#
☞SMS Check : *566*2#
☞MMS Check : *566*14#
☞Data (MB) Check : *566*10#or*567#
☞Call Me Back : *123(Number)#
☞Net Setting Request : *111*6*2#
☞ Miss Call Alert (On) :Type START MCA & Send 6222
☞ Miss Call Alert (Off) : STOP MCA & Sent 6222


Banglalink সিমের সকল প্রয়োজনীয় কোড সমুহঃ
☞Balance Check : *124#
☞Show SIM Number : *511#

☞Package Check : *125#
☞Minute Check : *124*2#
☞SMS Check : *124*3#
☞MMS Check : *124*2#
☞Data (MB) Check : *5000*500#or*124*5#
☞Call Me Back : *126*Number#
☞Net Setting Request : ALL & Sent 3343
☞ Miss Call Alert (On) : START Sent 622
☞ Miss Call Alert (Off) : STOP Sent 622


Robi এর সকল প্রয়োজনীয় কোড সমুহঃ
☞Balance Check : *222#
☞Show SIM Number : *140*2*4# 

☞Package Check : *140*14#
☞Minute Check : *222*3#
☞SMS Check : *222*11#
☞MMS Check : *222*13#
☞Data (MB) Check : *8444*88#
☞Call Me Back : *121*5#
☞Net Setting Request : *140*7#
☞ Miss Call Alert (On) : ON & Send to 8272
☞ Miss Call Alert (Off) :
OFF & Send to 8272 

Airtel সিমের সকল প্রয়োজনীয় কোড সমুহঃ
☞Balance Check : *778#
☞Show SIM Number : *121*6*3# 

☞Package Check : *121*8#
☞Minute Check : *778*5#or*778*8#
☞SMS Check : *778*2#
☞MMS Check : *222*13#
☞Data (MB) Check : *778*39#or*778*4#
☞Call Me Back : *121*5#
☞Net Setting Request : *140*7#
☞ Miss Call Alert (On) : *121*3*4#
☞ Miss Call Alert (Off) :


Teletalk সিমের সকল প্রযোজনীয় কোড সমুহঃ
☞Balance Check : *152#
☞Show SIM Number : *727*3*4# 

☞Package Check : P Sent To 154
☞Minute Check : *152#
☞SMS Check : *152#
☞MMS Check : *152#
☞Data (MB) Check : *152# or U sent To 111
☞Net Setting Request : SET Sent To 738
☞ Miss Call Alert (On) : REG Sent To 2455
☞ Miss Call Alert (Off) : CAN Sent To 2455

আশা করছি আপনারা সবাই বোঝতে পেরেছেন। অনেক কষ্ট করে টিউটোরিয়ালটি লিখলাম যদি আপনার কাছে EarningLive.Com সাইটের টপিকটি ভাল লাগে তাহলে আপনার কাছ থেকে সুন্দর একটি কমেন্ট আশাকরছি। যাতে করে পরবর্তী টিউটোরিয়াল লিখতে আরো উৎসাহিত হয়।

আপনাদের সকলের সহযোগিতা আশা করছি। 
….
….
——
যোগাযোগঃ
….
Facebook ID ••••→→মেসেজ করুন
•••
Telegram Group :- EarningLive জয়েন্ট হয়ে যাবেন।
……….
Masud Ahmed

পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন l ভাল লাগলে লাইক দিয়ে কমেন্ট করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url